একটি রাত খুঁজছি || মুহাম্মদ ওবাইদুল্যাহ্ ফারুক ||লাইলাতুল কদর
একটি রাত খুঁজছি, যে রাতে তুমি খুব কাছে আসবে। একটি রাত খুঁজছি, যে রাতে আমি তোমার কাছে চাইব। একটি রাত খুঁজছি, যে রাতে আমি তোমার জন্যে কাঁদতে পারি। একটি রাত খুঁজছি, যে রাতে তুমি আমাকে সব চাওয়া পূরণ করবে। একটি রাত খুঁজছি, যে রাতে তুমি আমায় খালি হাতে ফেরাবে না। একটি রাত খুঁজছি, যে রাতে অগণন ভাগ্য লুকিয়ে আছে। একটি রাত খুঁজছি, যে রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম। একটি রাত খুঁজছি, যে রাতে দিয়েছ আমাদের হেদায়াতী এক গ্রন্থ। একটি রাত খুঁজছি, যে রাতে দিয়েছ আশার আলো। একটি রাত খুঁজছি, যে রাতে আমি পাব সুপথ। একটি রাত খুঁজছি, যে রাতে আমায় করবে ক্ষমা। একটি রাত খুঁজছি, যে রাতে জমিন থেকে নিকশ কালো দূর হবে। একটি রাত খুঁজছি, যে রাতে বিজয় নিশান দেখতে পাব। একটি রাত খুঁজছি, যে রাতে অনেক নেয়ামত আর বরকত রয়েছে। একটি রাত খুঁজছি, যে রাতে ফিরিস্তারা রবের সব সিদ্ধান্তে অবতরণ করে। একটি রাত খুঁজছি, যে রাতে শান্তি রয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত।
Comments
Post a Comment