ইবাদতের বসন্তকাল || মুহাম্মদ ওবাইদুল্যাহ্ ফারুক
ইবাদতের বসন্তকাল: ইবাদতের বসন্তকাল হল রমদান মাস।সমগ্র মুসলমানদের কাছে এটি সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস।রোজার আরবি নাম "সাওম" বা "সিয়াম"।যার আভিধানিক অর্থ বিরত থাকা।সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবধরনের পানাহার,পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকার নামই সিয়াম বা রোজা।আল্লাহ তায়ালা মানব জাতির দুনিয়ার জীবন যাত্রার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো শরীয়ত বা জীবন বিধান নাযিল করেছেন এটিই সিয়াম সাধনা তার প্রত্যেকটিরই অবিচ্ছেদ্য অংশ ছিল এখনও আছে।আর এই সিয়াম সাধনাকে সকল যুগের মানুষের জন্যে ফরজ ছিল।আল্লাহ তায়ালা পবিত্র কালামে হাকীমে বলেন,হে ঈমানদার গন!তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে,যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর।যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।(সূরা বাকারা -১৮৩) এ রমজান মাসে দিনের বেলায় সিয়াম আদায় এবং রাতের বেলায় কিয়াম করার মাধ্যমে অন্যরকম এক আনন্দের ইবাদত আদায় করা হয়।কোরআন নাযিলের মাস হিসেবে এ সময় কোরআনে কারিমের অর্থসহ অধ্যয়ন করা যেতে পারে।যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।চলতে ফিরতে সংঘটিত গোনাহ...
Comments
Post a Comment