Posts

Showing posts from June, 2021

শ্রাবণের বন্ধু

শ্রাবণ একটি নামও বটে। তিনি অত্যান্ত মেধা সম্পূর্ণ এবং বুদ্ধিমান মানব।মানুষ কে খুব ভালবাসেন।তবে হ্যাঁ,যে মানুষ গুলো ভাল হয় তাদেরকেই।কারণ তারা বুঝে যে আসলে ভালরা সর্বস্থলে ভালটাই বজায় রাখে।তারা কখনো কাউকে প্রতারিত হতে দেয় না,বরং উজ্জল, আলোকিত পথ দেখিয়ে দেয়। এমনটাই ঘটে ছিল এই লোকটার বিপরীতে।তিনি তখন সম্ভবত হাই স্কুল ছেড়ে কলেজে উঠেছে।সম্ভবত নয়,আসলে সে সময়ই।স্কুল জীবনে তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষা,বন্ধু-বান্ধব রেখে এসেছেন।কিন্তু তাদের কে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে।কি আর করবে?জীবন কে রাঙাতে হলে তো কিছু ত্যাগ করতে হবে। প্রথম দিন কলেজে এসে কারো সাথে কথা বলছিল না। শিক্ষকরা বক্তব্য দিচ্ছে। মনোযোগ দিয়ে তিনি শ্রবণ করছিলেন।হঠাৎ পাশের দুই তিন জন লোকের সাথে একটা দুইটা কথা বলতে বলতে আলতো আলতো পরিচয় হয়।এক সময় নাম্বার নিল।বাচ,হয়ে গেল কয়েক টা নতুন বন্ধু।সেদিন বৃষ্টি ছিল।বৃষ্টির দিনে কার না মন ভাল থাকে?কিন্তু সেই দিনটাই শ্রাবণের ভাল কেটেছে।পেয়েছে নতুন সাথী,নতুন স্যার,নতুন আঙ্গিনার অঙ্গন।খুশি মনে রাস্তার পচা দূগন্ধ পানিতে বন্ধুদের সঙ্গে টিপ টিপ পায়ে হেটে কিছু পথ গেল।কিছু দূর যাওয়ার পর বন্ধুদের বিদায় দিয়ে গাড়িত