Posts

Showing posts from May, 2020

একটি রাত খুঁজছি || মুহাম্মদ ওবাইদুল্যাহ্ ফারুক ||লাইলাতুল কদর

Image
একটি রাত খুঁজছি, যে রাতে তুমি খুব কাছে আসবে। একটি রাত খুঁজছি, যে রাতে আমি তোমার কাছে চাইব। একটি রাত খুঁজছি, যে রাতে আমি তোমার জন্যে কাঁদতে পারি। একটি রাত খুঁজছি, যে রাতে তুমি আমাকে সব চাওয়া পূরণ করবে। একটি রাত খুঁজছি, যে রাতে তুমি আমায় খালি হাতে ফেরাবে না। একটি রাত খুঁজছি, যে রাতে অগণন ভাগ্য লুকিয়ে আছে। একটি রাত খুঁজছি, যে রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম। একটি রাত খুঁজছি, যে রাতে দিয়েছ আমাদের হেদায়াতী এক গ্রন্থ। একটি রাত খুঁজছি, যে রাতে দিয়েছ আশার আলো। একটি রাত খুঁজছি, যে রাতে আমি পাব সুপথ। একটি রাত খুঁজছি, যে রাতে আমায় করবে ক্ষমা। একটি রাত খুঁজছি, যে রাতে জমিন থেকে নিকশ কালো দূর হবে। একটি রাত খুঁজছি, যে রাতে বিজয় নিশান দেখতে পাব। একটি রাত খুঁজছি, যে রাতে অনেক নেয়ামত আর বরকত রয়েছে। একটি রাত খুঁজছি, যে রাতে ফিরিস্তারা রবের সব সিদ্ধান্তে অবতরণ করে। একটি রাত খুঁজছি, যে রাতে শান্তি রয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত।

গল্প- আত্মসাৎ | মুহাম্মদ ওবাইদুল্যাহ্ ফারুক || ctgcampus

Image
গত দুই সপ্তাহ ধরে প্রচন্ড রোদ আর বৃষ্টি।কালবৈশাখী ঝড়ের তান্ডবে কৃষাণের ফসল নষ্ট হয়ে যাচ্ছে,গাছের অনেক কাঁচা পাঁকা আম পড়ে যাচ্ছে।পাড়ার ছেলে মেয়েরা ভোরের মিটি মিটি আলোতে আম কুঁড়াতে বাগানে বাগানে ছুটছে।মুয়াজ্জিন সাহেব ফজর নামাজ শেষ করে মকতবে ছোট ছোট শিশুদের পড়ানোর জন্য অপেক্ষা করছে।কিন্তু বৈশ্বিক করোনা ভাইরাসের জন্য স্কুল প্রতিষ্ঠান, অফিস আদালত সব কিছু বন্ধ।মসজিদ গুলোতে সীমিত মুসল্লিদের উপস্থিত রেখে চালু আছে।তাই মকতবে এখন শিশুরা পড়তে আসে না।তবুও মুয়াজ্জিন সাহেব মসজিদের বারান্দায় বসে থাকেন। মিন্টু সাহেব আনন্দপুর গ্রামের চেয়ারম্যান।তার একমাত্র বোন জুঁই চৌধুরী আমেরিকাতে পরিবার নিয়ে অবস্থান করছে।আমেরিকার অবস্থও এখন আর ভালো নেই।প্রতিদিন হাজার খানেক লোক আক্রান্ত হচ্ছে।সেখানে লকডাউন চলছে।প্রয়োজন ছাড়া কেউ বের হওয়া নিষেধ।জুঁইরা বাসা থেকে প্রয়োজন ছাড়া বের হয় না।বাসায় অবস্থান করে দেশের খবরাখবর নিচ্ছে।এলাকার গরীব দুঃখী মানুষের কথা তখন খুব মনে পড়ছে জুঁই চৌধুরীরর। আফজাল মিয়া মিন্টু সাহেবের এলাকার গরীব বর্গাচাষা।দিনে এনে দিনে খেয়ে সুখী পরিবারে জীবন যাপন করতেছেন।করোনার জন্যে স্কুল বন্ধ হ

ইবাদতের বসন্তকাল || মুহাম্মদ ওবাইদুল্যাহ্ ফারুক

Image
ইবাদতের বসন্তকাল: ইবাদতের বসন্তকাল হল রমদান মাস।সমগ্র মুসলমানদের কাছে এটি সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস।রোজার আরবি নাম "সাওম" বা "সিয়াম"।যার আভিধানিক অর্থ বিরত থাকা।সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবধরনের পানাহার,পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকার নামই সিয়াম বা রোজা।আল্লাহ তায়ালা মানব জাতির দুনিয়ার জীবন যাত্রার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো শরীয়ত বা জীবন বিধান নাযিল করেছেন এটিই সিয়াম সাধনা তার প্রত্যেকটিরই অবিচ্ছেদ্য অংশ ছিল এখনও আছে।আর এই সিয়াম সাধনাকে সকল যুগের মানুষের জন্যে ফরজ ছিল।আল্লাহ তায়ালা পবিত্র কালামে হাকীমে বলেন,হে ঈমানদার গন!তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে,যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর।যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।(সূরা বাকারা -১৮৩) এ রমজান মাসে দিনের বেলায় সিয়াম আদায় এবং রাতের বেলায় কিয়াম করার মাধ্যমে  অন্যরকম এক আনন্দের ইবাদত আদায় করা হয়।কোরআন নাযিলের মাস হিসেবে এ সময় কোরআনে কারিমের অর্থসহ অধ্যয়ন করা যেতে পারে।যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।চলতে ফিরতে সংঘটিত গোনাহ