Posts

Showing posts from October, 2020
Image
  " তিনটি হারাম বিষয়" আল্লাহ্ তা'য়ালা সূরা হুজরাতের ১২ নং আয়াতে বলছেন, یٰۤاَیُّہَا الَّذِیۡنَ  اٰمَنُوا اجۡتَنِبُوۡا کَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ  بَعۡضَ الظَّنِّ   اِثۡمٌ وَّ لَا تَجَسَّسُوۡا وَ لَا یَغۡتَبۡ بَّعۡضُکُمۡ بَعۡضًا ؕ اَیُحِبُّ  اَحَدُکُمۡ  اَنۡ یَّاۡکُلَ  لَحۡمَ اَخِیۡہِ  مَیۡتًا فَکَرِہۡتُمُوۡہُ ؕ  وَ اتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ  اللّٰہَ  تَوَّابٌ  رَّحِیۡمٌ ﴿۱۲﴾  অর্থাৎ :হে বিশ্বাসীগণ! তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাক; কারণ কোন কোন ধারণা পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা (গীবত) করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভায়ের গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুতঃ তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে কর। তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। আমাদের ব্যক্তিগত জীবনে কিছু কিছু বিষয় রয়েছে,যা আমরা এড়িয়ে চলতে না পারলে কিংবা নিজেদের শুধরাতে না পারলে জাহান্নামের অতল গহীনে ডুবতে হবে।ধ্বংস হয়ে যাবে আমাদের আমলিয়াত।আলোচ্য বিষয়টি তাফসীরে জাকারিয়া ও অন্যান্য তাফসির গ্রন্...